Landmark judgement on Electronic Evidence Law in Bengali | ভারতীয় প্রমাণ আইনের 65বি ধারা | সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়।
বৈদ্যুতিন প্রমাণের উপর ঐতিহাসিক রায়: ভারতীয় প্রমাণ আইনের 65বি ধারার শংসাপত্র বাধ্যতামূলক কিনা? ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। ভারত বর্ষ পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ | আজকের যুগে প্রায় বিভিন্ন মামলা-মোকদ্দমায় বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রনিক সাক্ষ্য ছাড়া কোন কিছু প্রমাণ করা খুব কঠিন| এই অবস্থায় প্রতিটি মানুষের প্রতিটি কাজ কর্মের একটা করে রেকর্ড /প্রতিলিপি তার বিভিন্ন ইলেকট্রনিক কার্যকলাপের মধ্যে রেকর্ডভুক্ত হয়ে থাকে |যেমন ধরুন একজন মহিলা স্বামীর ফেসবুক প্রোফাইলে বিভিন্ন মহিলার সঙ্গে স্বামীর অন্তরঙ্গ ছবি বা বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তার স্বামীর সঙ্গে অন্য মহিলাদের অন্তরঙ্গ ছবি পেলেন এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করতে চাইছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে ওই বিভিন্ন মিডিয়াতে সেই বিভিন্ন ছবি গুলো তার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় সাক্ষ্য হিসেবে কাজ করতে পারে এই অবস্থায় ওই বিভিন্ন পোস্ট গুলোর স্ক্রীনশট আদালতে কিভাবে আনতে হবে যাতে মহামান্য আদালত ইলেকট্রনিক্স স্ক্রিনশটগুলো কে নির্ভর করে বিচারের রায় দিতে পারেন | আজ