Hello Google | ওহে গুগল | हलो गूगल |
হ্যালো গুগল…….., মানুষ যখনই বিভিন্ন রকমের সার্ভিস বা সেবা পেতে চায় তখন তারা বিভিন্ন ব্রাউজার বা বিশেষত গুগলের মাধ্যমে সেই সমস্ত সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলির যোগাযোগ ফোন নাম্বার ইত্যাদি সার্চ করেন এবং সেখান থেকে পাওয়া ফোন নাম্বার বা বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করে বিভিন্ন রকম ভাবে প্রতিদিন প্রতি নিয়ত ঠকে যাচ্ছেন | যেমন ধরুন কিছুদিন আগে এক ব্যক্তি বিদ্যুৎ সরবরাহকারী একটি কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার গুগলে গিয়ে সার্চ করে পায় এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে অনলাইনে বিদ্যুতের বিল প্রদান করতে যান এবং পরিণতি এটাই হয় যে তার কষ্টার্জিত পয়সা সাইবার প্রতারকদের হাতে চলে যায়| বহুবার বহুভাবে মানুষকে বারন করা সত্বেও, বোঝানো সত্বেও এই সহজ কথাটা বোঝা যাচ্ছে না যে গুগল সার্চ ইঞ্জিনে পাওয়ার বেশিরভাগ তথ্যই নির্ভরশীলতার যোগ্য নয় | অনেক ক্ষেত্রেই অনেক জাল ওয়েবসাইট আছে যা দেখতে বিভিন্ন নামিদামি কোম্পানির বা তাদের কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টর ওয়েবপেজ বলে মনে হবে | কিন্তু এটা সম্পূর্ণ রূপে একটা ফাঁদ যাতে আপনি পা দিলেই আপনার গুরুত্বপূর্ণ নথি বিশেষত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ইত্যাদি আপন...